২ ডিসেম্বর, ২০২৫
আমিত্বহীন মানব
আমিত্বহীন মানব

বহু বছর পর এসেছি পৃথিবীতে,

দেখা হয়নি কিছু-

ডাইনোসর লুপ্ত হয়েছে;মনুষ্যত্বও!

লুণ্ঠন হয়েছে রক্ত;বন্যা এসেছে মায়ের অশ্রু নিয়ে

পূর্ণ হয়েছে পাতার পর পাতা--যাকে ইতিহাস বলে। 

ইতিহাস হয়েছে অনেক

সেখানে খুঁজে পাইনি আমাকে!

 

পৃথিবী বেঁচে আছে এখনও 

সামান্য জীবন নিয়ে,

উদ্ভিদ শাসক ছিল

মানুষ এলো;বছরের পর বছর 

আসছে এখনো,আমিও এসেছি---

কিন্তু! 

দেওয়া হয়নি কিছুই!

মিথ্যা এ জীবন,আমিত্বহীন মানব!

ইতিহাস লেখা হবে;সেখানে পাবে না আমাকে!

 

পৃথিবী হারিয়ে যাচ্ছে এখান থেকেই

আগ্রাসী আধুনিকায়ন ;

বৃথা কৌশল ক্ষণিকের তরে

বেশি দেরি নেই আর! 

আলোর মাঝে আঁধারের খবর!

চিকচিক করে শুকনো হৃদয়;কাতর জীবন-

স্বার্থে ফাঁসছি!মানবহীন মানুষের ভিড়ে,

যেখানে চাইছো তোমরা আমার 

সেখানে পাবেনা আমাকে?

 

বহুকাল পর পৃথিবীকে নিয়েছি

দেওয়া হয়নি কিছুই!

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪