
পরিত্যক্ত প্ল্যাটফর্ম,
কান্নাগুলো ঝুলে আছে
খাদের কিনারে ।
বোবা লোকের লণ্ঠনের কাঁচটা
কালি পড়ে আছে
গভীর জোছনায়।
সীতার গণ্ডিটা অদৃশ্য থেকে গেল,
অযথা রামের বিলাপ।
কাঁটার আঁচড় অক্ষত থাক
পড়ে থাকে নিহত গোলাপ।
বিষ্ণুর অবতার যুগে যুগে হয়
রাধা রাধাই থাকে
লক্ষ্মী হয়ে ওঠে না।
খুশির 'পয়লা' টাও
একলা(১লা) হয়ে যায়;
কখনো ভাগ্যের ফেরে,
কখনো বা কথার ফেরে।
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,