
ক)
অর্জন বলতে এটুকুই।মেহফিল ছাপিয়ে উঠছে রাত।রাতকানা সন্ধ্যার ভুলাইয়া।অক্ষরে আপন কোনো আলাপ শোনালো।অল্পাঅল্পি।ভেজা বন্দরে তার গান খুলেছি বর্ষার।চিরন্তন আবহ ম্যাপ।রা কাড়ছে আমার ছেলেটা।অনিমিখ ছুঁয়ে শৈশব ফালা ফালা হচ্ছে অবিরল।
_________
খ)
অনেক কিছুই লিখতে পারি না।শোনালো অক্ষর তার কারুকাজ।ঘুমের অলিন্দ বরাবর।সমাহিত চোখের ঝলকানি।এটুকুই হয়ত পাওয়ার ছিল।বন্দরে অপেক্ষা করছিল মরা চাঁদ।
সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,