২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিয়াস রশিদের দুটি কবিতা
পিয়াস রশিদের দুটি কবিতা

আগুন ঝোড়ো হাওয়ার পটভূমিতে 

 

 

আগুন ও ঝোড়ো হাওয়ার পটভূমিতে

বাদা-মাটির বুকে কান পাতা জরুরি

এ মাটির প্রতি ইঞ্চিতে ছোপ ছোপ রক্তের দলা

এখানে জীবন আগুনের মতো জ্বলে

এখানে বিপ্লব অঙ্কুরিত হবে

যদি স্থির অবস্থানে ভালোবাসো মাটি

 

আগুন ও ঝোড়ো হাওয়ার পটভূমিতে

মাটির কাছাকাছি থাকা যায়

মাটিই তো ফোটায় শাশ্বত বিপ্লবফুল

মাটিতেই দিকভ্রান্ত সভ্যতার কূল

 

যদি ভালবাসো মাটি ও আগুনের মতো জীবন

বিপ্লব অঙ্কুরিত হবে

মাটিই তো ফোটায় শাশ্বত বিপ্লবফুল

 

______________

 

আমার ভিতরে বিশ্বায়ন 

 

 

আমার ভিতরে ঘটে গেছে বিশ্বায়ন

আমি শুধু ভাতরুটি দেখিনি

ভাতরুটির ভেতর দেখেছি কৃষকের অস্তিত্ব

দুধের ভেতর গরু ও গোয়ালা

দেখেছি তাঁদের বিমূর্ত মানবীয় শ্রম

 

দূর থেকেই জঙ্গল গাঢ় অন্ধকার---মস্তিস্কের কোষে কোষে ঢেলেছ রোমান্টিকতার আলো

আজ ব্যর্থ নমস্কারে ফিরে যাও বন্ধু

আমাকে বিশ্বায়ন বুঝিওনা

আমার চেতনিক হাওয়া বয়ে যায়

ঘিঞ্জি বস্তির অন্দরে

                       ক্ষেতে-খামারে

                                   কারখানার দরজায়

 

ব্যর্থ নমস্কারে ফিরে যাও বন্ধু

আমাকে বিশ্বায়ন বুঝিওনা

আমার চেতনিক হাওয়া বয়ে যায়

রক্ত ও কবিতায়

পাণ্ডুলিপির পাতায় পাতায়

আমার চেতনিক হাওয়া উস্কে দেয়

বিরুদ্ধ স্রোত বিধ্বংসী ক্ষুধাক্রান্ত শ্রেণির ভিতর;

সাঁকো হিসেবে স্থির শ্রেণি থেকে শ্রেণি।

                       ক্ষেতে-খামারে

                                   কারখানার দরজায়

 

ব্যর্থ নমস্কারে ফিরে যাও বন্ধু

আমাকে বিশ্বায়ন বুঝিওনা

আমার চেতনিক হাওয়া বয়ে যায়

রক্ত ও কবিতায়

পাণ্ডুলিপির পাতায় পাতায়

আমার চেতনিক হাওয়া উস্কে দেয়

বিরুদ্ধ স্রোত বিধ্বংসী ক্ষুধাক্রান্ত শ্রেণির

ভিতর; সাঁকো হিসেবে স্থির শ্রেণি থেকে শ্রেণি।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪