১ ডিসেম্বর, ২০২৫
সম্পাদকীয়
সম্পাদকীয়

 

শীতের ছুটি কাটাতে অনেকে বেরিয়ে পড়েছেন।শীত মুবারক না বলে আমরা কীত্তনের প্রসাদ খেতেও বেরিয়ে পড়তে পারি।বাঙালির ছাপোষা জীবনে শীতও একটা উৎসব।পুলিপিঠে দিয়ে যার শুরুয়াত।

 

এদিকে আমরাও গুটিগুটি এগিয়ে চলেছি।আবারও শীত শুরুর মুখে সকলের গান নিয়ে হাজির।যারা যারা আমরা কনকনে ঠান্ডার আমেজ নিচ্ছি লেপ কম্বলের তলায় শুয়ে শুয়ে বন্ধুদের স্ট্যাটাস আর স্টোরিতে পাহাড়ের ছবি দেখতে দেখতে তারাও চোখ রাখছি মোবাইল ট্যাবের স্ক্রিনে।দেশবিদেশের কবিতা পড়তে।চায়ের সঙ্গে। কফির সঙ্গে। নির্জনে একা একা কোনো পাহাড়ি উপত্যকার স্বপ্ন দেখতে দেখতে। এও এক যাপন।কবিতা যাপন।

 

মধ্যরাতেও স্ক্রিন চোখ রাখতে পারেন।নিজের নাম গুগুলে টাইপ করে দেখতে পারেন প্রকাশিত লেখা। 

তাহলে দেরি কেন?উৎসব শুরু হোক।

 

সকলের গানের পক্ষ থেকে আগাম বইমেলার শুভেচ্ছা।কেননা জেলা বইমেলাও তো শুরু হয়ে যাচ্ছে।

 

ভালো থাকুন।ঠান্ডা একদম লাগাবেননা।সুস্থ থাকুন।কবিতা গল্প প্রবন্ধ আর শীত উপভোগ করুন।"ত্বকের যত্ন নিন।"

সংশ্লিষ্ট পোস্ট

আমার রবীন্দ্রনাথ
ভবেশ বসু

আমার রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ হলেন জ্ঞান ও বোধ। তোমাদের আঁচলে কি ? কি বাঁধা আছে ? জ্ঞান ও বোধ বেঁধে রেখেছো কেন ? আঁচলে চাবি গোছা।তার সাথে রবীন্দ্রনাথ।সকল মায়ের আঁচলে বাঁধা।সন্তান ছুটতে ছুটতে চলে এল।চোখে ঘাম।মুখে ঘাম।পায়ে ধুলা।ছেলে মেয়ের পৃথক গামছা।গামছায় ছেলে মেয়ে পরিস্কার হল।  মা ওদের তো রবীন্দ্রনাথ দিলে না ? রবীন্দ্রনাথ গামছায় নেই।রবী আছেন আঁচলে।

গদ্য৭ মে, ২০২৪
রঞ্জিত কথা - শঙ্খ ঘোষ
সব্যসাচী হাজরা

রঞ্জিত কথা - শঙ্খ ঘোষ

রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি-র সেই কথা মনে পড়ে –‘আমাদের ভিতরের এই চিত্রপটের দিকে ভালো করিয়া তাকাইবার আমাদের অবসর থাকে না। ক্ষণে ক্ষণে ইহার এক-একটা অংশের দিকে আমরা দৃষ্টিপাত করি। কিন্তু ইহার অধিকাংশই অন্ধকারে অগোচরে পড়িয়া থাকে’। সেই অন্ধকারে এঁকে রাখা ছবিগুলো যা রঞ্জিত সিংহ’র ভেতরে একান্ত ব্যক্তিগত হয়ে থেকে গিয়েছিলো, আমি সেগুলোকেই আলোয় আনতে চেয়েছি। ‘রঞ্জিতকথা’ তাই।

গদ্য৩০ আগস্ট, ২০২৪
 গাছ
হিমাংশু রায়

গাছ

চুপ করে বসে থাক আর শোন। গাছেরাও কথা বলে জানলাম কাল।  সকালে হাই তোলার মত করে গাছেরাও শব্দ করে শুকনো,ভেজা পাতাগুলোকে ঝেড়ে ফ্যালে সকালের প্রথম হাওয়ায়। তারপর একটু হাত পা নাড়িয়ে ব্যায়াম করে, সকালের রোদে। শুকনো ডালগুলোর মড়মড় আওয়াজ শুনলে বুঝবি।

গদ্য৭ মে, ২০২৪