২৬ সেপ্টেম্বর, ২০২৫
তানহিম আহমেদের দুটি কবিতা
তানহিম আহমেদের দুটি কবিতা

 

সলিটারি সেলের জানালা দিয়ে দেখা

 

 

 

উড়ছে তালপাতার সেপাই

এলবামের নিলয় ছিঁড়ে ছবিতাও ছুটিতে গেছে

 

 

ডানা কাটা অধ্যাপক

 

ডানা কাটা মানুষ নিয়ে

 

বিচিত্র আমাদের পৃথিবী

 

হাতির দাঁতের কারুকাজে অনিন্দ্য

 

 আকাশে কোনো ঘুড়ি নাই

 

 

মেঘের আঙুলে হীরার আংটি

 

ঝলকে ঝলকে সন্ধ্যার কিছকামিকে অন্ধ করে দেয়

 

 

কেন পাখিদের হাত ধরে কখনো

 

হাঁটা হয় না আমাদের?

 

দিগন্তের সঙ্গে একটা যৌথ-ছবি

 

পারি না রাখতে ধরে?

 

 দুঃখ লাগি পাথুরে আঁখি ঝুরে

 

__________

 

 

ব্লু আওয়ার

 

আমাদের দুঃখ অবুঝ শিশু

 

আগুনের রিং গলিয়ে তুলে আনে ধাইমার হাত

 

কাঁদে জলহীন করুণ কান্না

 

কী-বা সুলুক কী-বা হেতু তার, অজানা

 

ধরতে যেয়ো না তারে, ভুতু

 

নখে তোমার ফুটছে রক্তজবা...

 

বহু লেমোনেড পান করে

 

যারা ওকে চিনতে চেয়েছিলো

 

মিথ কয়

 

হারিয়েছে তো

 

কোন সে ব্লু আওয়ারে

 

শ্যামদেশীয় মারমেইডদের সঙ্গে

 

সবুজ সমুদ্রে

 

ওরা সব্বাই মারা পড়েছে জানায় লোক

শ্রুতি, তাই

 

 

আমার নামহীনা দুঃখ আমি ছুঁতে না চাই, আঃ নেবো বুঝে তার ওম!

 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪